কারিনার কাছে অভিনয়শিল্পীর মানদণ্ড যেমন
বলিউডের সফল তারকাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। অভিনয় জগৎ থেকে শুরু করে ব্যক্তিজীবন সবখানেই রেখেছেন নিজের সফলতার ছাপ।
তবে তারকা হলেও অভিনয়কেই গুরুত্ব দেন এ অভিনেত্রী। এমনকি তার মতে ভালো অভিনয়শিল্পী হওয়াটাই আসল মানদণ্ড।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
কারিনা কাপুরের একটি সাক্ষাৎকারের কথা তুলে ধরা হয়েছে তাতে।
অভিনেত্রী জানান, তুমুল জনপ্রিয়তার চেয়ে একজন ভালো অভিনয়শিল্পী হওয়া জরুরি।
তার মতে, “আমি নিজেকে তারকা মনে করি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেই বিশেষ। এবং আমার মনে হয়, এই সময়ে প্রত্যেকেই ভালো অভিনেতা হতে চান, তারকা নয়। এটাই এখনকার সিনেমার মানদণ্ড।”
নিজের পরিবারের সূত্র টেনে কারিনা কাপুর বলেন, “আমার পরিবারে শাম্মী কাপুর, শশী কাপুর ও ঋষি কাপুরের মতো মানুষকে দেখেছি, যাদেরকে হিন্দি সিনেমার অন্যতম দক্ষ অভিনেতা বিবেচনা করা হয়। সুতরাং আমার কাছে সবসময়ই তারকা হওয়ার চেয়ে ভালো অভিনেতা হওয়া গুরুত্বপূর্ণ।”
কারিনা কাপুর জানান, তিনি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন। রাতারাতি নয়, ধীরে ধীরে পাকা অভিনেত্রী এবং ব্যক্তি জীবনে স্থিতিশীল হয়ে উঠেছেন। তাই অন্যদেরও নিজ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন তিনি।
কারিনাকে সর্বশেষ দেখা গেছে “লাল সিং চাড্ডা” সিনেমায়। এটি গত বছরের ১১ আগস্ট মুক্তি পেয়েছিলো। এতে সুপারস্টার আমির খানের সঙ্গে কাজ করেছেন তিনি। ছবিটি অবশ্য বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি।
এদিকে বর্তমানে কারিনার হাতে “দ্য বাকিংহাম মার্ডারস” ও “দ্য ডিভোশন অব সাসপেক্ট” নামে দুটি কাজ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন