কারিনার ছেলের ভাইরাল এই ছবির পিছনে লুকিয়ে রয়েছে মারাত্মক সত্যি

কারিনার ছেলের ভাইরাল এই ছবির পিছনে লুকিয়ে রয়েছে মারাত্মক সত্যি
বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যায়, একটি সদ্যোজাত শিশুর পাশে শুয়ে রয়েছেন কারিনা। দেখে বোঝাই যাচ্ছে, পরিবেশটি একটি হাসপাতালের।
২০ ডিসেম্বর সকাল ৭টা ৩০-এ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা কাপূর। সন্তানলাভের আনন্দে ভেসে যান কারিনা এবং তাঁর স্বামী সাইফ আলি খান। শুধু তাঁরাই নন, তাঁদের সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সাইফ-কারিনার ভক্তেরাও। তাঁরা সোশ্যাল মিডিয়ায়
আবদার করতে থাকেন, সন্তানের কী নাম রাখছেন সাইফ-কারিনা, তা যেন তাঁরা জানান। সেই আবদার রেখে পতৌদি দম্পতি জানিয়ে দেন, পরিবারের নতুন সদস্যের নাম তাঁরা তৈমুর রাখবেন বলে স্থির করেছেন। ভক্তদের তরফে ওঠে দ্বিতীয় আবদার— সদ্যোজাতের ছবি দেখতে চান তাঁরা। তারপরেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যায়, একটি সদ্যোজাত শিশুর পাশে শুয়ে রয়েছেন কারিনা। দেখে বোঝাই যাচ্ছে, পরিবেশটি একটি হাসপাতালের। ছবিটি নিশ্চিতভাবে সাইফ-কারিনার সন্তানের বলে ধরে নিয়ে ভক্তেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
কিন্তু আজ ভক্তদের হতাশ করে পতৌদি পরিবারের তরফে এবিপি নিউজ-কে বলা হয়, ছবিটি একেবারেই ভুয়ো। কারিনার ছেলের কোনও ছবি কোনও সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। যে ছবিটি সন্তানসহ কারিনার ছবি বলে বাজারে ছড়িয়েছে, তা একেবারেই মর্ফড এবং ফোটোশপের কারসাজি।
পতৌদি পরিবারের মুখপাত্র এবিপি নিউজ-কে জানান, ছবিটি একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, ছবিটি ভুয়ো। কিন্তু ঘটনাচক্রে এই ছবিটিকেই সত্যি বলে ধরে নিয়ে, ভক্তেরা বিপুল পরিমাণে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন