কারিনার সন্তানের জন্ম হবে যেখানে!

নতুন সদস্যের জন্য এখন থেকেই সব রকম ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে খান এবং কাপূর পরিবার। সব ঠিক থাকলে সাইফ-কারিনার প্রথম সন্তানের জন্ম হবে আগামী ডিসেম্বরে।
কিন্তু কোথায়? মুম্বাইয়ের কোনও নার্সিংহোমেই কি প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো?
শোনা যাচ্ছে অন্য কথা। কাপূর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, সন্তানের জন্মের আগেই লন্ডন চলে যাবেন দম্পতি। এমনিতেই মিনি ভ্যাকেশনে যাওয়ার কথা রয়েছে তাঁদের। তাই লন্ডনে গিয়েই ‘বেবিমুন’ কাটানোর পর সন্তানেরও জন্ম দেবেন বেগমসাহেবা।
কিন্তু লন্ডনকেই কেন বেছে নিলেন দম্পতি?
সূত্রের খবর, প্রেগন্যান্সির কথা জানাজানি হতেই মিডিয়া প্রায় ছায়ার মতো ফলো করতে শুরু করেছে কারিনাকে। আর এটা নিয়ে যথেষ্ঠ রিঅ্যাক্ট করেছেন নায়িকা। বুঝিয়ে দিয়েছেন তাঁর এ সব আচরণ একেবারেই পছন্দ নয়। কিন্তু পাপারাতজিরা নিজের পেশার তাগিদে ফের সেই কাজ করছেন।
আর এতেই স্ট্রেস বাড়ছে কারিনার। এ ছাড়াও শর্মিলা ঠাকুর দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তাঁর মতে সাইফ-কারিনার প্রথম সন্তান জন্মের জন্য ‘লেস স্ট্রেসফুল’ জায়গা হল লন্ডন। সে কারণেই সন্তানের জন্মের বেশ কিছুদিন আগেই হয়তো লন্ডন পাড়ি দেবেন দম্পতি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন