কারিনা-শহিদের লুকোচুরি খেলা
বলিউড তারকা জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম ভেঙেছে অনেক বছর হলো। এরই মধ্যে দুজনই বিয়ে করে আলাদা সুখের সংসার করছেন। এখন আর প্রেম নেই। আগের মতো একের প্রতি অন্যের কোন সেই টানও নেই। নিজেদের সঙ্গী নিয়েই বেশি মনোযোগী শহিদ ও কারিনা।
তবে এতসবের মাঝেও কোন অনুষ্ঠানে গেলে অজানা কারণে দুজনই লুকোচুরি খেলায় মেতে ওঠেন। কেউ কাউকে দেখলে মুখোমুখি হন না তারা। সম্প্রতি দীপাবলী উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন শিল্পা শেঠি। সেখানে কারিনা-সাইফ আলী খান যেমন নিমন্ত্রণ পেয়েছিলেন তেমনি যেতে হয়েছিল শহিদ ও তার স্ত্রী মীরা রাজপুতকেও।
দুই বিবাহিত জুটি উপস্থিত হওয়ার পরই দেখা গেল তাদের লুকোচুরি খেলার চিত্র। কারিনা ও সাইফকে দেখেই চম্পট শহিদ। সাবেক প্রেমিকার মুখোমুখি হবেন না এমন সিদ্ধান্ত তার। অন্যদিকে উপস্থিত কয়েকজন অতিথির মুখে শোনা গেছে, শহিদ সেখানে এসেছেন একথা জানার পর কারিনাও সাইফকে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
এ নিয়ে বেশ কানাঘুষা চলছে বলিউডে। প্রেমের ইতি টানার পর দুজনই আলাদাভাবে নিজেদের গুছিয়ে নিয়েছেন। তাহলে এখন কেন এত লুকোচুরি তাদের? এমন প্রশ্নই সবার মুখে মুখে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন