কার ঘরের ‘ঘরণী’ হবেন পরীমনি?
এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি সময়ের জনপ্রিয় নায়কদের পাশাপাশি নবাগত চিত্রনায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন এ লাস্যময়ী। এবার জায়েদ খান ও নবাগত আসিফ নূরের বিপরীতে অভিনয় করবেন তিনি।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘কয়েকদিন আগে পরীমনি, জায়েদ খান ও আসিফ নূর চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন পরীমনি। আগামী ২০ ফেব্রুয়ারি বান্দরবানে শুটিং শুরু হবে। সিনেমার গল্পে পরীকে জায়েদ খান আর আসিফ নূর ভালোবাসে। তবে শেষ পর্যন্ত পরী কার ঘরের ঘরনী হবেন তা দেখতে হলে যেতে হবে।’
সিনেমার গল্প প্রসঙ্গে পরীমনি বলেন, ‘পাহাড়ি মেয়ে চাঁদনী। অভাবের সংসারে বড় হয় মেয়েটি। পাহাড়ে লাকড়ি কুড়িয়ে তার ছোট্ট সংসার চলে। আর এই চরিত্রে আমাকে দেখা যাবে। সিনেমার গল্প ও লোকেশন আমার ভালো লেগেছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এর আগে জায়েদ খানের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি। জায়েদ-পরী অভিনীত ‘অন্তর জ্বালা’ শিরোনামের সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া কয়েকটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন এ জুটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন