কালিয়াকৈরের হাইটেক পার্ক এখন ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’
গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ককে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ হিসেবে ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বুধবার সকালে হাইটেক পার্কের সম্মেলন কক্ষে হাইটেক পার্কে কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি এ ঘোষণা দেন।
মত বিনিময়কালে প্রতিমন্ত্রী পলক জানান, সারা দেশে দুই হাজারের বেশি কম্পিউটার ল্যাব ও ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
এ সময় তিনি বলেন, ‘সরকারের ইশতেহার অনুযায়ী ২০২১ সাল নাগাদ আইসিটি সেক্টরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি এবং ৫% জিডিবি যুক্ত করার যে পরিকল্পনা রয়েছে তা অনেকেই উচ্চাভিলাষী লক্ষ্য মনে করলেও আমরা তা বাস্তবায়নে কাজ করছি।’
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য মানবসম্পদ তৈরি করতে বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈরের আশপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটিতে আইসিটি প্রকল্পের আওতায় আধুনিক কম্পিউটার ল্যাব ও ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
পলক জানান, পাশাপাশি সারা দেশে ২৮০১টি শেখ রাসেল কম্পিউটার কাম ল্যাঙ্গুয়েজ ল্যাব তৈরি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী মনে করেন, এসব ল্যাব ও ট্রেনিং সেন্টার থেকে অল্প সময়ের মধ্যেই দক্ষ জনশক্তি তৈরি হবে।
তিনি বলেন, ‘শিশু, কিশোর-কিশোরীরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কোটি কোটি দক্ষ জনশক্তি তৈরি করবে। যারা ভবিষ্যতে আইসিটি সেক্টরে নেতৃত্ব দেবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন