কাল থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল
১২টি ক্লাবের অংশগ্রহণে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লীগের (ডিপিএল) ২০১৫-১৬ মৌসুমের খেলা। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সহ ঘরোয়া ক্রিকেটাররা অংশ নিবেন এই টুর্নামেন্টে। খেলবেন বিদেশি ক্রিকেটাররাও।
শুক্রবার টুর্নামেন্টের প্রথমদিনই রয়েছে তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অন্য ম্যাচে মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হবে তামিম ইকবালের দল আবাহনী লিমিটেড। বিকেএসপির তিন নম্বর মাঠে অপর ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ক্রিকেট কোচিং স্কুল। সব ম্যাচই শুরু হবে সকাল দশটায়।
এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুল, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন