কাল পাকিস্তান যাচ্ছেন বিজয়?

আগের দিন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দিলেই পাকিস্তান যাবেন এনামুল হক বিজয়। বোর্ডের অনুমতির জন্যই অপেক্ষা করছেন তিনি। জানা গেছে বোর্ডও পাকিস্তান যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে বিজয়কে। এমনটাই জানিয়েছে বিসিবির এক সূত্র।
তবে বিষয়টি এখনও খোলসা করে বলেননি বিজয়। মুঠোফোনে তিনি বলেন, ‘এনওসি পেলে আমি অবশ্যই পাকিস্তান যাব। তবে এটা বিসিবির ব্যাপার। আমি শুনেছি আমাকে বিসিবি আমাকে এনওসি দেবে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আমাকে এনওসি দেওয়া হয়নি।’
তবে বিসিবির একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে, বিজয়কে পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাওয়ার অনুমতি দিতে যাচ্ছেন। এমনকি বিজয়ের ভিসার কাজও সম্পন্ন বলে জানিয়েছে সে সূত্র। সে ক্ষেত্রে আগামীকাল শনিবারই লাহোর রওনা দেবেন এ ওপেনার।
উল্লেখ্য, আগামী ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ফাইনালে অনেক বিদেশী খেলোয়াড় যেতে রাজী না হওয়ায় বিজয়কে অন্তর্ভুক্ত করেছে তারা। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন