কাল ভোট : ইসিতে অভিযোগের পাহাড়
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও সমাজকল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ ও ৩ আসনে আগামীকাল ১৮ জুলাই উপ-নির্বাচন অনুষ্টিত হবে। এরই মধ্যে ইসিতে এ নির্বচনের বিষয়ে অভিযোগের পাহাড় তৈরী হয়েছে।
কমিশন সুত্রে জানা যায়, এ দুই আসনের নির্বাচনের বিষয়ে প্রতিপক্ষ প্রার্থীকে নির্বাচনে বাঁধা দেওয়া ও ভয় ভীতিসহ প্রায় ২৮টি অভিযোগ জমা পরেছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগের ব্যবস্থা নেই নি ইসি।
ময়মনসিংহ-১ এবং ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে মোট ৭জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ময়মনসিংহ-১: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জুয়েল আরেং ও স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন।
ময়মনসিংহ-৩: মো. আজিজুল হক (স্বতন্ত্র), নাজিম উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মো. শামসুজ্জামান (জাতীয় পার্টি), মো. আবু তাহের খান (ইসলামী ঐক্যজোট) ও মো. আব্দুল মতিন (ন্যাপ) থেকে অংশগ্রহণ করছেন। তবে এ নির্বাচনে সরাসরি বিএনপির কোন পার্থী নেই।
প্রসঙ্গত, এর আগে পৌরসভা ও ইউপি নির্বাচনে অভিযোগের স্তুপ জমা হলেও তেমন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন