কাল সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফিরা
সাকিব-মুশফিকের অসাধারণ নৈপুণ্যে গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে সহজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই এখন মাশরাফিরা বেশ প্রাণবন্ত। তারপরও জিম্বাবুয়েকে খাঁটো করে দেখছে না টাইগাররা। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেও ভালো খেলে সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফিরা।
আগামীকাল সোমবার রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে সহজে জয় পাইয়ে দেওয়া অলরাউন্ডার দ্বিতীয় ম্যাচ থেকে আর খেলবেন না। আব্দুর রাজ্জাক ও জিয়াউর রহমানের পর সাকিব আল হাসান তৃতীয় বোলার হিসেবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেছেন।
চিকিৎসকদের মতে, আগামী ২২ নভেম্বর প্রথম সন্তান জন্ম দিতে পারেন সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশির। তাই এখন তার স্ত্রীর কাছে থাকাটাই বেশি প্রয়োজন। এ কারণে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। সাকিবের স্ত্রী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আগামীকালের ম্যাচ সামনে রেখে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমাদের ভুল কম করতে হবে। আমরা যদি একটি ম্যাচ জিতি তার মানে এই না যে আমরা কোনও ভুল করিনি। প্রথম ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি দ্বিতীয় ম্যাচেও যাতে তা না হয় সেটি নিশ্চিত করতে হবে।
আর জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেছেন, আমরা এখানে জিততে এসেছি। আমরা প্রথম ম্যাচে হেরেছি। কিন্তু এই সিরিজ এখনও আমাদের হাতে আছে। সিরিজ সমতায় আনতে অবশ্যই আমাদের কাল ভালো খেলতে হবে। আমরা কঠোর পরিশ্রম করব এবং কাল জয় লাভ করব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন