কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ টেলিফোনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বেশ কয়েকদিন আগেই গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। মীর কাশেমের মৃত্যুদণ্ডের কপি কারাগারে আসার পর ওই এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতা বাড়ানো হয়।
এসপি বলেন, কারাগারকে ঘিরে আইনশৃংখলা বাহিনীর শতাধিক সদস্যকে নিয়োজিত করা হয়েছে। কারা ফটকের সামনে পুলিশ প্রহরা বসানো হয়েছে। বাড়ানো হয়েছে চেক পোস্টের সংখ্যা। নিয়মিত টহলের পাশপাশি রয়েছে বাড়তি নজরদারি। পুলিশের সিনিয়র কর্মকর্তারা কারাগার পরিদর্শন করেছেন।
এক প্রশ্নের জবাবে হারুন-অর রশিদ বলেন, ফাঁসি কখন কার্যকর করা হবে তা এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি নিয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে।
গাজীপুর প্রতিনিধি জানান, কারা ফটকের সামনে পুলিশের পাশপাশি অতিরিক্ত কারারক্ষী মোতায়েন করা হয়েছে। রয়েছে উৎসুক জনতা ভিড়। পোশাকী পুলিশের পাশপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা তৎপর আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন