কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকালে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেংরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান।
র্যাব জানায়, দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গত ৬ আগস্ট ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে কাশিমপুর কারাগারে কারাবন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নং-৩২০৭/এ মো. কামাল হোসেন(৪৫)সহ অন্যান্য কারাবন্দিরা পালিয়ে যায়। এ ঘটনার পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্প আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের উক্ত মামলার ৯২ নং আসামি মো. কামাল হোসেনকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেংরা বাজার এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপির কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন