কাশ্মিরে সংঘর্ষ শুরু : পাকিস্তানের গুলিতে ১০ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আন্তঃসীমান্ত এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি ও বেশ কয়েকটি গ্রামে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার জম্মু-কাশ্মিরের একাধিক এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা এএনআইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর রামগর সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে দুই নারী ও দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। এ ছাড়া জম্মু-কাশ্মিরের সাম্বায় আরো এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর আগে, জম্মু-কাশ্মিরের রামগরের নওশেরা ও আরনিয়ায় পাক সেনাবাহিনীর গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাক সেনাবাহিনী বিনা উস্কানিতে ভোর ৬টার দিকে জম্মুর একাধিক সেনা চৌকি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গুলিবর্ষণ শুর করে।
এনডিটিভি বলছে, পাক অধিকৃত কাশ্মিরের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানায় গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের পর থেকে এখন পর্যন্ত আন্তঃসীমান্তে ৬০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে।
গতকাল লাইন অব কন্ট্রোলের কাছে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক নারী ও এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ভারি অস্ত্রে সজ্জিত জঙ্গিদেরকে ভারতের ভেতরে প্রবেশে সহায়তায় নিরলসভাবে চেষ্টা করছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন