কাশ্মিরে ৫০ ঘন্টা ধরে গোলাগুলি, নিহত ২
জম্মু ও কাশ্মীরের একটি সরকারি ভবনে সন্ত্রাসীদের সঙ্গে পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী ভবনটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করেছে। খবর এনডিটিভি।
গত সোমবার থেকে প্যাম্পোরের সাততলা এন্ট্রিপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ইডিআই) ভবনে গোলাগুলি শুরু হয়। গতকাল মঙ্গলবার একজন এবং আজ বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অপর সন্ত্রাসী নিহত হয়েছে। ভবনটির ভেতরে আরেকজন সন্ত্রাসী থাকতে পারে বলে ধারণা করে সেখানে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।
সেনাবাহিনী ভবনটির দখল নিতে ৫০টি রকেট, মেশিন গান এবং শতাধিক গ্রেনেড ব্যবহার করেছে। মুহূর্মুহূ গুলি আর গ্রেনেডের আওয়াজে কেঁপে উঠছে এলাকা।
সোমবার সন্ধ্যায় যখন জঙ্গিরা ইডিআই ভবন দখল নেয়, সেই সময় গুলির লড়াইয়ে এক সেনা সদস্য আহত হন। পরিস্থিতির মোকাবিলায় স্পেশাল ফোর্স নিয়ে আসা হয়। তারপর থেকেই শুরু হয়েছে জোর গুলির লড়াই। জঙ্গিরা ভবনের ভিতর থেকে সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। পাল্টা জবাব দেয় সেনারাও। রাতে যাতে জঙ্গিরা অন্ধকারে পালিয়ে যেতে না পারে সার্চলাইট ফেলে অপারেশন চালানো হয়।
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, ওই ভবনের আকৃতিটা অনেকটা বাঙ্কারের মত। ফলে সেই সুযোগটাই নিয়েছে জঙ্গিরা। বার বার গুলি, গ্রেনেড এমনকী রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হলেও জঙ্গিদের পরাস্ত করতে পারেনি তারা । ভবনটিতে আগুন লাগার পরেও বেরিয়ে আসেনি জঙ্গিরা। সেনাদের অনুমান, জঙ্গিরা বেশ আটঘাঁট বেঁধেই এসেছিল। প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করেছিল ওই ভবনে।
ভবনটিতে কাশ্মিরের তরুণদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। গত জুলাইয়ে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মিরে উত্তেজনা
শুরু হয়। সে কারণেই গত তিন মাস ধরে ওই ভবনে ক্লাস বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারিতেও এই ভবনটিকেই টার্গেট করেছিল জঙ্গিরা। সে বার গুলির লড়াইয়ে পাঁচ সেনা নিহত হয়। তিন জঙ্গিকে হত্যা করে সেনারা।
স্থানীয় এক সূত্রের খবর, ঝিলাম নদী দিয়ে নৌকা করে কাশ্মীরে ঢুকেছিল জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, সেনাদের দৃষ্টি আকর্ষণের জন্য ইডিআই বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। সেনারা সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন