কাশ্মীরে সেনাঘাঁটিতে হামলা : ১০ তথ্য
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় বিএসএফ ও সেনাবাহিনীর দুটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
রোববার রাতের এ হামলা নিয়ে ১০টি তথ্য দেওয়া হলো-
১। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ক্যাম্প দিয়ে রাজস্থান রাইফেলসের একটি ঘাঁটিতে প্রবেশ করে সন্ত্রাসীরা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হামলাকারীদের সংখ্যা জানা যায়নি। প্রবেশের সময় তারা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।
২। গোলাগুলির সময় এক ভারতীয় জওয়ান (বিএসএফ সদস্য) নিহত হন, আহত হন দুজন।
৩। নিহত জওয়ানের নাম নীতিন এবং আহত এক জওয়ানের নাম পুলবিন্দর। উভয়েই বিএসএফের ৪০তম ব্যাটালিয়নের সদস্য।
৪। গোলাগুলির সময় কমপক্ষে দুজন হামলাকারী সন্ত্রাসী নিহত হয়েছে।
৫। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও উরির মধ্যে ক্যাম্পে এ হামলা হয়। ১৮ সেপ্টেম্বর উরি সেনাঘাঁটিতে হামলায় নিহত হন ১৯ সেনাসদস্য।
৬। বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
৭। নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে। রোববার মধ্যরাত থেকে আর গোলাগুলির শব্দ শোনা যায়নি।
৮। বিএসএফের এক কর্মকর্তা হামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অবহিত করেছেন।
৯। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে হামলার বিষয়ে কথা হয়েছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তারা নির্দেশনা দিয়েছেন।
১০। গত ১৮ সেপ্টেম্বর ভারতের বারামুলা জেলার উরিতে আর্মি ব্রিগেডের সদর দপ্তরে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের হামলায় ১৯ সেনা নিহত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর আবারও হামলা হলো। এসব হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন