কাশ্মীর জুড়ে জঙ্গি হানায় নিহত বহু

পাক সেনাবাহিনীর যুদ্ধ বিরতই চুক্তি লঙ্ঘনের পাশাপাশি জঙ্গি হামলাতেও জেরবার জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা। সোমবার এবং মঙ্গলবার পরপর দুই দিনে বিক্ষিপ্ত দু’টি প্রাণ গিয়েছে পাঁচ পুলিশ কর্মীর। একইসঙ্গে নিহত হয়েছেন দু’জন ব্যাংক কর্মী। লুঠ হয়েছে পুলিশের অস্ত্র।
মঙ্গলবার রাতের দিকে পুলিশ বাহিনীর উপরে হামলা চালিয়ে তাঁদের হাতে থাকা রাইফেল ছিনিয়ে নেয় জঙ্গিরা। ওই দিন রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কোর্ট কমপ্লেক্স চত্বরে। কর্তব্যে গাফিলতির কারণে আক্রান্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে।
অন্য দিকে মঙ্গলবার দিনের বেলায় জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায় ব্যাংকে হামলা চালায় দুই বন্দুকবাজ। সেখান থেকে নগদ ৬৫ হাজার টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সোমবার ব্যাংকের ক্যাশ ভ্যানের উপরে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনাটি ঘটে কুলগাঁও জেলার পমবাই গ্রামে। জঙ্গিরা আচমকা ব্যাংকের ক্যাশ ভ্যানের উপরে চড়াও হয়। জঙ্গিদের আক্রমণে প্রাণ হারায় ক্যাশ ভ্যানের দায়িত্বে থাকা পাঁচ জন পুলিশ কর্মী। একইসঙ্গে নিহত হন ব্যাংকের দুই কর্মী। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন