কাশ্মীর সীমান্তে হামলায় ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে নিয়ন্ত্রণরেখা তথা লাইন অব কন্ট্রোলের কাছে সন্ত্রাসী হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তাঁর দেহ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে।’
এদিকে ভারতীয় সেনাদের দাবি, পাল্টা হামলায় এক সন্ত্রাসী নিহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, লাইন অব কন্ট্রোলের কাছে সন্ধ্যায় অতর্কিত হামলায় এক সেনা শহীদ ও এক সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে জওয়ানের দেহ বিচ্ছিন্ন করে।
বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দাবি, জম্মু-কাশ্মীর সীমান্তে চালানো গুলিতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনা হত্যার ঘটনা ঘটল।
এর এক সপ্তাহ আগে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছিল বলে দাবি করে বিএসএফ। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন