কিংবদন্তির সাক্ষাৎ পেলেন হাসিব হামিদ
মাত্র কৈশোর পেরিয়ে ইংল্যান্ডের সাদা পোশাক গায়ে চড়িয়েছেন। ইতোমধ্যে নিখুঁত ব্যাটিংয়ের জন্য নজর কেড়েছেন ক্রিকেট ভক্ত ও বিশেষজ্ঞদের। তিনি হলেন হাসিব হামিদ। কিছুদিন আগে বাংলাদেশেও এসেছিলেন ইংল্যান্ডের হয়ে, এখন আছেন ভারতে।
তাই ভারতে আছেন অথচ তার স্বপ্নের নায়ক ও আদর্শের সাথে দেখা করবেন না, তা তো হতেই পারে না। তাই হাসিব হামিদ ছুটে গেলেন নিজেই দেখা করতে। যার সাথে দেখা করলেন, তিনি তো এক কিংবদন্তি। সে আর কেউ নন, ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার। মুম্বাইয়ে এসেই টেন্ডুলকারকে দেখার প্রবল ইচ্ছা জাগে হামিদের। ছেলের আবদার মেটাতে এমআইজি ক্লাবে ছুটে যান বাবা ইসমাইল। সেখানেই দেখা হয়ে যায়, একজন তরুণ ক্রিকেটার ও তার স্বপ্নের নায়কের।
টেন্ডুলকারের সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন হামিদ। তিনি কথা বলেছেন, ক্রিকেট ও ক্রিকেটের বাইরে অনেক বিষয় নিয়ে। কিংবদন্তির সঙ্গে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ কৌশল জানতে পেরেছেন হামিদ, তা আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে টেন্ডুলকারের সাথে ছবি দিয়ে ক্যাপশনে ‘লিটল মাস্টার’কে জিনিয়াস বলে অভিহিত করেছেন হামিদ।
টেন্ডুলকারের সাথে দেখা করার ছবি নিজ টুইটার অ্যাকাউন্টে আপলোড করে হামিদ লিখেছেন, ‘আমার শিশুকালের অনুপ্রেরণা, জিনিয়াসের সাথে কিছু সময় কাটানোটা দারুন এক ব্যাপার।’
সূত্র: ডিএনএ
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন