কিউয়িদের বিরুদ্ধে শতরান করে কাকে ব্যাট দেখালেন মাহমুদুল্লাহ, বরফ গলালেন নিজেই

মাহমুদুল্লাহর সেঞ্চুরি উদযাপন নিয়ে কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। রহস্য ফাঁস করলেন নিজেই।
মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান-এর ব্যাটিং দৌরাত্ম্যে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। কিউয়িদের বিরুদ্ধে সেই ম্যাচে মাহমুদুল্লাহ অপরাজিত ছিলেন ১০২ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পরে ব্যাট তুলে কাউকে একটা দেখাচ্ছিলেন মাহমুদুল্লাহ। কাকে ব্যাট দেখাচ্ছিলেন তিনি? কেন এভাবে উদযাপন করতে গেলেন মাহমুদুল্লাহ?
সেই রহস্য নিজেই ফাঁস করলেন বাংলাদেশের এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে একটা সময় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঠিক সেই সময়ে সাকিব ও মাহমুদুল্লাহ দলের হাল ধরেন। শতরান পাওয়ার পরে হাঁটু মুড়ে বসে পড়েন মাহমুদুল্লাহ। তার পরে ব্যাট তুলে দেখান। বরফ গলিয়ে বাংলাদেশের এই ক্রিকেটার জানিয়েছেন, ছেলেকেই তিনি ব্যাটটা দেখিয়েছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিলেত রওনা হওয়ার আগে মাহমুদুল্লাহর ছেলে বাবার ব্যাটে সই করে দিয়ে বলেছিল, ‘‘এই ব্যাট দিয়েই তুমি খেলবে।’’ সেই ব্যাট নিয়েই খেলতে নামেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে শতরান পাওয়ার পরে ছেলের সই করা ব্যাট তুলে দেখান মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘‘ইংল্যান্ড রওনা হওয়ার আগে আমি কিট গোছাচ্ছিলাম। সেই সময়ে আমার ছেলে ব্যাটে কিছু লিখে দেয়।’’ কী লিখেছে, ছেলেকে তা জিজ্ঞাসা করায়, রাইদ বলে,‘‘আমি তোমার ব্যাটে সই করে দিলাম।’’ ছেলের সই করা ব্যাট যে কতটা পয়মন্ত, তার হাতেনাতে প্রমাণ পেলেন মাহমুদুল্লাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন