বুধবার, নভেম্বর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিছু দিন বন্ধ থাকলেও আবার বেড়েছে সীমান্ত হত্যা

সীমান্ত হত্যা কমেছে- ছয় দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমন বক্তব্য এক অর্থে সঠিক, আবার এক অর্থে ভুলও। চারদলীয় জোট সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের আমলের তুলনায় আওয়ামী লীগের দুই আমলে সীমান্ত হত্যা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। তবে গত চার বছরের তুলনায় চলতি বছর তা আবার বেড়ে গেছে।

তবে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী –বিএসএফ একাধিকবার সীমান্ত হত্যা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার করেও তা রাখেনি। আবার সীমান্তে বাধ্য না হলে বুলেট ব্যবহারের বদলে রাবার বুলেট ব্যবহারের অঙ্গীকার করেও তারা তা ভুলে গেছে।

ফলত সমালোচনা আর দেশি-বিদেশি চাপ সত্ত্বেও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা থামছেই না। এ ক্ষেত্রে চলতি বছর আগের চারটি বছরের তুলনায় আরও বেশি ছিল প্রাণঘাতি।

আগের চার বছরের তুলনায় চলতি বছর সীমান্তে বেশি সংখ্যক বাংলাদেশি নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে হিসাবে চলতি বছর ভারতীয় সীমান্তে প্রাণ হারিয়েছেন ৪৫ জন বাংলাদেশি। একই সংস্থার হিসাবে যা ২০১৪ সালের চেয়ে ১২ জন বেশি। ওই বছর এই সংখ্যাটা ছিল ৩৩।

আরেক মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর হিসাবে, ২০১৩ সালে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা ছিল ২৯ জন। ২০১২ সালে ৩৮ জন আর ২০১১ সালে ৩১ জন। ২০১০ সালে এই সংখ্যা ছিল ৭৪ জন, আর ২০০৯ সালে ৯৬ জন। অর্থাৎ বর্তমান সরকারের আট বছরে সীমান্তে বিএসএফের গুলিতে ৩৪৬ জন বাংলাদেশি নিহত হয়। অর্থাৎ এই সরকারের আমলে প্রতি বছর গড়ে ৪৪ জন করে নিহত হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের আমল

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছরে সীমান্তে বিএসএফের ‍গুলিতে নিহত হয় মোট ১৮২ জন। এর মধ্যে ২০০৮ সালে ৬২ জন এবং ২০০৭ সালে ১২০ জন নিহত হয়।

জোট সরকারের আমল

গত চারটি সরকারের মধ্যে সীমান্তে সবচেয়ে বেশি হত্যা হয় বিএনপি-জামায়াতের নেতৃত্বে চারদলীয় জোট সরকারের আমলে। তাদের শাসনামলে ২০০৬ সালে ১৪৬, ২০০৫ সালে ১০৪, ২০০৩ সালে ৪৩, ২০০২ সালে ১০৫ ও ২০০১ সালে ৯৪ জন বাংলাদেশি নিহত হয়। অর্থাৎ এই পাঁচ বছরেই নিহত হয় ৪৯৩ জন। প্রতি বছর গড়ে প্রায় ৯৯ জন।

শূন্যে নামানোর চেষ্টায় বিজিবি

বিজিবি এক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্ত হত্যা এ বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছিল। তবে এই মাস থেকে তা কমে এসেছে। গত চার মাসে তিনজনের হত্যার খবর পাওয়া গেছে।

ওই কর্মকর্তা বলেন, সেপ্টেম্বরে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক এবং স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর হত্যা কমতে শুরু করেছ।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসছে। সামনে সামনে আরও কমবে।’

তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বলেন, সীমান্ত হত্যা বেশি বা কম সেটা আমার কাছে গুরুত্বপূ্র্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বন্ধ হয়নি, চলমান রয়েছে। এটাকে শূন্যে নিয়ে আসার বিষয়টিই বেশি ‍গুরুত্বপূর্ণ আমার কাছে।

নুর খান বলেন, সবসময়ই সীমান্তে হত্যার বিষয়টি নিয়ে অবহেলা করা হয়। বিএসএফ সদস্যদের বিচারহীনতার করণেই এটা ঘটে চলেছে। অনেক সময়ই তারা সৎ প্রতিবেশীসুলভ আচরণ করছে না।

এক প্রশ্নের জবাবে নূর খান বলেন, ‘ইমপিউনিটির সুযোগ যেন বিএসএফ না নিতে পারে সেই ব্যবস্থা করা দরকার। এছাড়া সীমান্তে যৌথ মহড়া থাকা উচিত। চোরাচালান বন্ধে দেশের অভ্যন্তরেই ব্যবস্থা নেয়া উচিত। কোনো অবস্থাতেই নিরস্ত্র মানুষকে গুলি করা যাবে না, সেই নিশ্চয়তার ব্যবস্থা করা।’ সর্বোপরি আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর মর্যাদাকর অবস্থান নেয়া দরকার বলেও মনে করেন নূর খান।

জানতে চাইলে সাবেক কূটনীতিক মোহাম্মদ জামির জানান, সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন। এটি অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের সীমান্ত দিয়ে ভারতে কেউ প্রবশে করলে তাদের তো গুলি করা হয় না। কিন্তু ভারতের সীমান্তে কেউ প্রবেশ করলেই গুলি করা হয়। এটা ঠিক নয়। বরং যে ব্যক্তি প্রবেশ করে তাকে আইনের আওতায় নিতে পারে বিএসএফ। সেটা না করে হত্যা মোটেই গ্রহণযোগ্য নয়।’

গত ২০ ডিসেম্বর পিলখানায় বিজিবি দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সীমান্তে নিরীহ বাংলাদেশী নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিজিবির প্রচেষ্টায় বিএসএফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ফলে সীমান্তে নিহতের ঘটনা কমে এসেছে।’

দায় আছে বিজিবিরও

বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের গুলি বরাবরই এক আলোচিত ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, গরু চোরাচালান করতে গিয়ে খুন হয় বাংলাদেশিরা। কাঁটাতারের বেড়া কেটে বা বেড়া ডিঙিয়ে পার হওয়ার সময় গুলি করে বিএসএফ।

গত এক দশকে বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রায় প্রতিটি বৈঠকেই সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার করা হয়েছে। এমনকি প্রাণঘাতি বুলেটের বদলে গুলি ছুড়তে বাধ্য হলে রাবার বুলেট ছোড়ার কথাও একাধিকবার জানিয়েছে বিএসএফ। কিন্তু এর কোনো অঙ্গীকারই রাখা হয়নি।

সীমান্ত হত্যার জন্য প্রধানত দায়ী করা হয় গরু চোরাচালানকে। ভারত সরকার গরু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বললেও এই চোরাচালান বন্ধ হয়নি। আর বিজিবিও এই বিষয়টিকে চিহ্নিত করলেও প্রকারান্তরে বাংলাদেশ গরু চোরাচালানকে উৎসাহিত করে।

চোরাচালান করে গরু আনা হয় ক্যাটেল বিট বা খাটালে। সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক পরিশোধ করলে সে গরু বৈধতা পেয়ে যায়। বিজিবি নিজেও এই চোরাচালান বন্ধের ওপর জোর দিয়েছে নানা সময়। কিন্তু এই খাটাল বা শুল্ক নিয়ে চোরাচালান করে আনা গরু বন্ধে কোনও উদ্যোগ নেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘গরু এভাবে শুল্ক দিয়ে বৈধ করা উচিত না। আমিও মনে করি এটা বন্ধ হওয়া উচিত। আমরা এই চেষ্টা করবো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

জবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদনবিস্তারিত পড়ুন

একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক তাবলিগের দুই পক্ষের

নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে আছে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • অক্টোবরে রেমিট্যান্স এলো ২৩০ কোটি ডলার
  • চালু হলো মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন
  • নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই অভ্যুত্থান, কার্যকর করবে অন্তর্বর্তীকালীন সরকার
  • মির্জা ফখরুল: মাইনাস টু ফর্মুলার কথা চিন্তাও করবেন না
  • প্রেস সচিব: আদানির বকেয়া দ্রুত পরিশোধ করা হবে
  • নির্বাচন কমিশন গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি
  • অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
  • ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
  • নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
  • নাহিদ: সর্বক্ষেত্রে তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে
  • বন্যায় স্পেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮
  • জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত