শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জঙ্গিদের পক্ষে বক্তব্য দেন : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের ব্যাপারে কোনো কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ‘রির্জাভেশন’ আছে। তারা আমাদের (পুলিশ) কর্মকাণ্ড পছন্দ করেন না। তারা যা কিছু বক্তব্য-বিবৃতি দেন, যেটা জঙ্গিদের পক্ষে দেন। আবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কোনো পুলিশ সদস্য মারা গেলে তারা একটা নিন্দাও জানান না, বা দুঃখও প্রকাশ করেন না। আজ রবিবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের জন্য সময় দেওয়া হয়। কিন্তু তারা আত্মঘাতী। পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে আত্মাহুতির পথ বেছে নেয় জঙ্গিরা।

তিনি আরো বলেন, “একজন জঙ্গি মারা গেছে, তারা (রাজনৈতিক নেতৃবৃন্দ) বলেন- কেন মারল? গ্রেপ্তার করল না কেন? জীবিত গ্রেপ্তার করলে তথ্য পাওয়া যেত… হেন-তেন বলেন। বিশ্বচিত্রের দিকে তাকালে দেখা যায়, কেউ জঙ্গি গ্রেপ্তার করতে পারে না। গ্রেপ্তার করার কোনো সুযোগই নাই। ওর (জঙ্গি) কাছে অস্ত্র থাকে, বোমা থাকে। ও সুইসাইডাল, ও পণ করেছে ও মরবে, মরে বেহেশতে যাবে। ”

দেশে বিভিন্ন অভিযানে জঙ্গিদের জীবিত গ্রেপ্তারে ‘অনেক চেষ্টা’ হয়েছে জানিয়ে আইজিপি বলেন, আত্মসমর্পণের জন্য সময় দেওয়া হয়েছে, আত্মীয়-স্বজনদের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চায়নি।

পুলিশ প্রধান বলেন, “যারা এসব নিয়ে কথা বলেন, তারা বুঝে বলেন, নাকি না বুঝে বলেন জানি না। আমি বলি তারা যদি কিছু জানার থাকে বা সন্দেহ থাকে আমার কাছে আসুক। ”

তবে পুলিশ জঙ্গি দমনে গণমাধ্যমকে সবসময় পাশে পেয়েছে বলে মন্তব্য করেন আইজিপি।

পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি ‘জন ও মিডিয়াবন্ধব’ দাবি করে শহীদুল হক বলেন, “আগে পুলিশের কাছ থেকে কোনো তথ্য চাইলে সাধারণত পুলিশ দিতে চাইত না। অনেক ভয়-ভীতি থাকত। ‘রেফারেন্স’ দিত। এখনও চাকরির চুক্তিপত্রে লেখা আছে, কোনো তথ্য দিতে হলে ঊর্ধ্বতন অফিসারের লিখিত অনুমতি লাগবে। তারপরও আমাদের পুলিশ কর্মকর্তারা এখন মিডিয়ার সঙ্গে ফ্রিলি, ফ্রেন্ডলি কথা বলে থাকে। ”

তিনি বলেন, কিছু তথ্য নিরাপত্তা ও নৈতিকতার কারণে প্রকাশ করা যায় না। যে তথ্য জনগণের জানা দরকার, পুলিশ এখন তা প্রকাশ করে।

“সবার আগে নিউজ দেওয়ার জন্য সাংবাদিক পুলিশের কাছে আসে। ঘটনার সাথে সাথেই জানতে চায়। এখানে যদি পুলিশ বিরক্ত হয় তাহলে মুশকিল। আবার ঘটনার শুরুতে কোন বিষয়গুলো দিতে পারবে পুলিশ, এর বেশি তখন দিতে পারবে না- এটাও সাংবাদিকদের বুঝতে হবে। ”-বলেন আইজিপি

মতবিনিময় অনুষ্ঠানে ক্র্যাব নেতৃবৃন্দ ছাড়াও পুলিশ সদরপ্তরের ডিআইজি (মিডিয়া) মহসিন হোসেন, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, এআইজি মো. মনিরুজ্জামান, সহেলী ফেরদৌস, জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ