‘কিমকে নগ্ন অবস্থায় দেখতে আমার ভাল লাগে’
‘আমি নগ্নতা পছন্দ করি। ওকে নগ্ন অবস্থায় দেখতে আমার ভাল লাগে।’ পাঠক এই কথা কে বলেছে সেটা পরে। কিন্তু এই উক্তি মার্কিন সেলেব কিম কার্দাশিয়ানের উদ্দেশে করা হয়েছে। বক্তা আরও কী কী বলেছেন জানেন? তাঁর কথায়, ‘কিমের ন্যুড সেলফি আমার দারুণ লাগে। ওই সব ছবিগুলো সামনে থেকে, পিছন থেকে বা পাশ থেকে যে ভাবেই দেখি না কেন, আমার দারুণ লাগে। কারণ আমার নগ্নতা পছন্দ। আর কিমকে নগ্ন অবস্থায় দেখতে আমার ভাল লাগে।’ খবর-আন্দবাজার
সাম্প্রতিক এক সাক্ষাত্কারে এই বক্তব্য করেছেন এক মার্কিনি সেলেব। তিনি কে বলুন তো? একটা ক্লু তো দিলাম। ‘মার্কিন সেলেব’। হ্যাঁ এটাই আপনার ক্লু। আপনি ভাবতে থাকুন। তার আগে বক্তার আরও একটি বক্তব্য পড়ে নিন। বক্তার কাছে জানতে চাওয়া হয়, কিমের শরীরের কোন অংশ তাঁর পছন্দের? বক্তা বলেন, ‘কিমের হৃদয়।’
গেস করেছেন কিছু?
এ বার উত্তরটা বলে দেওয়া যাক। এই বক্তা হলেন কিম কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন। সম্প্রতি ‘হারপার বাজার’-এর জন্য সাক্ষাত্কার দিচ্ছিলেন যুগলে। সেখানে কিমের সামনেই এই মন্তব্য করেন কেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন