কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত, আহত ২
কিশোরগঞ্জে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এর মধ্যে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নে সাজনপুর হাওরে একসঙ্গে দুজন নিহত ও দুজন আহত এবং কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাঠাখালী গ্রামে একজন নিহত হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাজনপুর হাওরে মুষলধারে বৃষ্টিপাতের সময় নৌকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে নৌকায় থাকা চার জেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম (২৬) ও রুসমত আলীকে (৩৫) মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত মোকারম হোসেন (২২) ও আসাদ মিয়া (৩০) বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত নুরুল ইসলাম জারুইতলা গ্রামের আলী হোসেন এবং রুসমত আলী একই গ্রামের মৃত সুনাম উদ্দিনের ছেলে।
অপরদিকে আজ দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাঠাখালী গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় নিজাম উদ্দিন (৬০) নামের একজন নিহত হন বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন। নিহত নিজাম উদ্দিন এই গ্রামের মৃত ইছব আলীর ছেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন
ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন