কিশোরী ধর্ষণ মামলায় রাজশাহী পুঠিয়ায় ইউপি সদস্য গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় জয়নাল আবেদীন (৩৫) ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি জিউপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পান্নাপাড়া গ্রামের বাসিন্দা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার ইউপি সদস্য জয়নাল আবেদীনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নাবালিকা কিশোরীকে অপহরণের পর ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল জানান, ইউপি সদস্য জয়নাল আবেদীনের বিরুদ্ধে পুঠিয়া থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে আছেন। অপরটিতে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন