কীভাবে প্রপোজ করে ঐশ্বর্যার মন জিতেছিলেন অভিষেক? এই কাহিনি মন গলিয়ে দেবে!

ঐশ্বর্যা নাকি কোনওদিনই অভিষেককে প্রেমের উপযোগী বলে মনে করেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন ঐশ্বর্যা। তাহলে কীভাবে বিশ্বসুন্দরীর মন জয় করেছিলেন অভিষেক?
অভিষেক বচ্চন আর ঐশ্বর্যা রাই— দেশের সবচেয়ে আলোচিত তারকা-দম্পতি। বিয়ের আগে বেশ কিছুদিন প্রণয়পর্বও চলেছিল দু’জনের। কিন্তু মজার বিষয় হল, ঐশ্বর্যা নাকি কোনওদিনই অভিষেককে প্রেমের উপযোগী বলে মনে করেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন ঐশ্বর্যা। তাহলে কীভাবে বিশ্বসুন্দরীর মন জয় করেছিলেন অভিষেক?
দিন কয়েক আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ঐশ্বর্যা। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর চেয়ে বয়সে ছোট কোনও পুরুষের প্রেমে কোনওদিন পড়েছিলেন কি তিনি? উত্তরে তিনি বলেন, ‘আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট। কিন্তু তা বলে তিনি প্রপোজ করার আগে তাঁর প্রতি সেরকম কোনও দুর্বার আকর্ষণ কখনও অনুভব করিনি।’
তাহলে কীভাবে অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াল? সেই কাহিনি আগেই একটি সাক্ষাৎকারে শুনিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, ‘এক সময়ে নিউ ইয়র্কে আমার একটা ফিল্মের শুটিং চলছিল। সে সময়ে আমার হোটেলের ঘরের বারান্দায় দাঁড়িয়ে রোজ মনে মনে ভাবতাম, ইশ, ঐশ্বর্যা যদি স্ত্রী হিসেবে আমার জীবনে থাকত, কী ভালই না হত! তার কয়েক বছর পরে, ‘গুরু’ ফিল্মের প্রিমিয়ার উপলক্ষে আমি আর ঐশ্বর্যা তখন নিউ ইয়র্কে। প্রিমিয়ারের পার্টি মিটে যাওয়ার পরে আমি ঐশ্বর্যাকে নিয়ে গেলাম সেই হোটেলের সেই ঘরের সেই বারান্দাটায়। সেখানে দাঁড়িয়েই বিয়ের প্রস্তাব দিলাম ওকে।’
ঐশ্বর্যা যে সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন, তা বলাই বাহুল্য। হয়তো অভিষেকের প্রেম নিবেদনের অভিনব পদ্ধতিটিই মন জয় করে নিয়েছিল ঐশ্বর্যার। এই ঘটনা জানার পরে অভি এবং অ্যাশ— দু’জনেই যে আদ্যন্ত রোম্যান্টিক, তা মানছেন সকলেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন