‘কী অপরাধ ছিল নিষ্পাপ শিশু আয়লান কুর্দির?’
অভিবাসী সংকটকে মানবিক বিবেচনায় দেখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে দেওয়া বাংলা ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ভাষণে তুরস্কের উপকূলে নৌকাডুবিতে নিহত সিরীয় শিশু আয়লান কুর্দির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। আয়লানের ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দেবে কি না, সেই প্রশ্নও রাখেন তিনি।
২০১৫ সালের ২ সেপ্টেম্বর তুরস্কের সমুদ্রের তীরে পাওয়া যায় তিন বছরের শিশু আয়লানের নিথর দেহ। ইউরোপে যাওয়ার জন্য মা-বাবা ও পাঁচ বছরের এক ভাইয়ের সঙ্গে নৌকায় পাড়ি জমিয়েছিল আয়লান। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে চেয়েছিল তারা। কিন্তু তুরস্কের উপকূলে ডুবে যায় তাদের নৌকা।
ডুবে যাওয়া নৌকার ১১ যাত্রীর মরদেহ উদ্ধার করে তুরস্কের পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হন আয়লানের বাবা আবদুল্লাহ। মা ও ভাইয়ের সঙ্গে শিশু আয়লানের মৃত্যু ইউরোপে অভিবাসী সংকটের প্রকৃত চিত্র তুলে ধরে।
জাতিসংঘে দেওয়া ভাষণে শেখ হাসিনা বলেন, ‘এই বিশ্ব উত্তেজনা, ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত নয়। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এ কারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যাঁরা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়ই বিভিন্ন দেশ তাঁদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কখনো কখনো অত্যন্ত জরুরি মানবিক চাহিদা অগ্রাহ্য করা হচ্ছে। অথবা সেগুলো প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে।’
‘কী অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার তিন বছরের নিষ্পাপ শিশু আয়লান কুর্দির? কী দোষ করেছিল পাঁচ বছরের শিশু ওমরান? যে আলেপ্পো শহরে নিজ বাড়িতে বসে বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে। একজন মা হিসেবে আমার পক্ষে এসব নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিবেককে কি এসব ঘটনা নাড়া দেবে না?’
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন