কী দেখতে চান? ‘আজ সব খুলে দেখাবো ক্যামেরা নিয়ে আসেন” ক্ষেপেছেন নায়লা (ভিডিও)

এ সময়টায় ‘কাস্টিং কাউচ’ বিষয় নিয়ে বেশ হৈচৈ চলছে। কোন অভিনেত্রীকে কে কী প্রস্তাব দিয়েছিলেন সেসব বিষয় সামনে আসছে। এরই মাঝে নায়লা নাঈমের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও দেখে প্রাথমিকভাবে অনুমান করা যায়, নায়লাকে কোনো এক ফটোশুটের জন্য চুক্তি করা হয়। ফটোশুটে গিয়ে একের পর এক আবদারের কবলে পড়েন তিনি।
ফটোশুটে তাকে শরীরের অনেকাংশ অনাবৃত করতে বলা হয়। ফটোশুটের নিয়ম ভেঙে যখন পরিচালক পুরো ন্যুড ফটোশুটের অফার দেন তখনই তিনি ক্ষেপে আগুন হয়ে যান।
নায়লাকে বলতে শোনা যায়, ‘পাইছেন কী আপনারা? মন চাইলেই ছবি তুলবেন, আমার কি কোনো প্রাইভেসি নাই? কী দেখতে চান? আমার তো অনেক ছবি আছে সেখানে দেখেছেন। নায়লা নাঈম সর্বশেষ ক্ষেপে গিয়ে বলেন, আজ সব খুলে দেখাবো.. ক্যামেরা নিয়ে আসেন।’
এ ব্যাপারে কথা বলতে চাইলে নায়লা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ভিডিওটার ব্যাপারে মন্তব্য করতে পারছি না। সময় হলে সব জানবেন। আমাকে তো এসব অফার পেতেই হয়। এগুলোর মুখোমুখি হতেই হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন