বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কী হয়েছে মুস্তাফিজের

দুর্দান্ত গতি, সেই সঙ্গে কব্জিটাকে বাঁকিয়ে ছুড়ে দিলেন বল। কোহলি, ধোনিদের মতো ব্যাটসম্যানরা কিছু বোঝার আগেই আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। দারুণ গতিসম্পন্ন ইয়র্কারে ব্যাটসম্যান ক্রিজেই গড়াগড়ি খাচ্ছেন। মুস্তাফিজুর রহমানের বলে এগুলো খুবই পরিচিত দৃশ্য। তবে এবারের শ্রীলঙ্কা সফরে একবারে ম্রিয়মান ছিলেন এই পেসার। টেস্টের পর ওয়ানডেতেও অনভিজ্ঞ লঙ্কান ব্যাটসম্যানরা তাঁকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছেন। ওয়ানডে সিরিজে মুস্তাফিজের ফিটনেসের ঘাটতিটা স্পষ্ট দেখা গিয়েছে।

গতি, কাটার, স্লোয়ার ও ইয়র্কার এগুলোই মুস্তাফিজের সেরা অস্ত্র। তবে এবারের সফরে খুব বেশি একটা ব্যবহার করেননি সেগুলো। কাটার করলেও তাতে খুব বেশি একটা বিভ্রান্ত হননি লঙ্কান ব্যাটসম্যানরা।

টেস্ট সিরিজে দুই ম্যাচে ২৭ গড়ে নেন আট উইকেট। তিন ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। গড় ২৮.৫০! বিষয়টা ঠিক মুস্তাফিজের সঙ্গে যায় না। কারণ এর আগে ১২ ওয়ানডেতে এই পেসারের গড়টা ছিল ১৩’র কাছাকাছি। প্রতি ওভারে রান দেন সাড়ে চারের মতো, সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে দুই দলের পেসারের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি ৬.৫৩! সিরিজে মোট ২৬.১ ওভার বল করে দিয়েছেন ১৭১ রান! পরিসংখ্যানগুলো মুস্তাফিজের কাছে একবারে বেমানান।

গত বছর চোট নিয়ে আইপিএল থেকে ফেরার পর বেশ কয়েক মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে ক্রিকেটে ফিরে আসেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরের পর ঘরোয়া ক্রিকেটেও সেরা ফর্মে ছিলেন না কাটার মাস্টার। এরপর লঙ্কা সফরেও এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি দেশসেরা এই পেসার। সফরে এখনো দুটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। অঘটন না ঘটলে এই দুটি ম্যাচেও দলের সঙ্গে থাকবেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি সিরিজেই যেন ছন্দে ফেরেন মুস্তাফিজ, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এখন এটাই চাওয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির