কুক বর্ষসেরা টেস্ট ক্যাপ্টেন হওয়ায় ইংলিশ মিডিয়ার ‘মন খারাপ’!
ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন অ্যালিস্টার কুকের অবস্থা এখন করুণ! অধিনায়কত্ব প্রায় যায় যায় অবস্থা। ভারতের কাছে ৪-০ তে সিরিজ হারের পর ইংলিশ মিডিয়া জোট বেঁধে কুকের পেছনে লেগেছে।
যে করেই হোক কুককে সরিয়ে রুটের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার লড়াইয়ে নেমেছে তারা। এমন এক সময়ে আইসিসি কীনা এই কাণ্ড করে বসল! বর্ষসেরা টেস্ট দলের ক্যাপ্টেন বানিয়ে দিল ইংল্যান্ড অধিনায়ককে!
আইসিসির এই সিদ্ধান্তকে অনেকে মনে করছেন, কুকের পক্ষে আরও অপমানজনক। কেউ কেউ আইসিসির কাণ্ডজ্ঞান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। আরও উল্লেখযোগ্য হল, বিরাট কোহালির এই টিমে জায়গা না হওয়ায় গোটা ক্রিকেটবিশ্বের মতো কুকদের দেশের মিডিয়াও বিস্মিত।
দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, “আইসিসি-র টেস্ট ক্যাপ্টেন কুক, অথচ বিরাট কোহালির জায়গা হল না। ”
ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, “৮ টেস্টের মধ্যে ১ টা টেস্ট জিতেও কুককে আইসিসি টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত করে কুককেই অপমান করা হল। ”
ইংলিশ ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগ্যান টুইট করেন, “সেরা টেস্ট দলে কোহালি নেই, আর আটটা টেস্ট হেরে কুক ক্যাপ্টেন! হোয়াট আ জোক। ”
এমনকী এই দলে ৪ ইংরেজ ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে ব্রিটিশ মিডিয়াতে। আরও অবাক করার মতো ব্যাপার হল, বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ এই দলের দ্বাদশ ব্যাক্তি। এটাও উল্লেখ করে আইসিসিকে কটাক্ষ করেছে ইংরেজ সংবাদমাধ্যমগুলো। কোহালি যেখানে ভারতের ওয়ান ডে ক্যাপ্টেনই নয়, সেখানে তাকে আইসিসির ওয়ান ডে দলের ক্যাপ্টেন বাছা নিয়েও কম চর্চা হচ্ছে না। একে কোহলির সান্ত্বনা পুরস্কার আখ্যা দিয়েছে ‘ডেইলি মিরর’।
আসলে গত বছর ১৪ সেপ্টেম্বর থেকে এ বছর ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে রাহুল দ্রাবিড়, গ্যারি কার্স্টেন ও কুমার সাঙ্গাকারার এক প্যানেল এই দল বেছেছিলেন, যা তার তিন মাস পর ঘোষণা করল আইসিসি। ওই সময়ের মধ্যে কুক দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়ে আসে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে ও পাকিস্তানের সঙ্গে ড্র করে। ভারত সফরের মতো জঘন্য হারের মুখ তখন দেখতে হয়নি তাকে ও তার দলকে।
সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ঝড় উঠেছে। দেখা যাচ্ছে সে দেশের মিডিয়াও যেমন অবাক, ক্রিকেট ভক্তরাও কম বিস্মিত নন। ইংরেজ ক্রিকেটপ্রেমীরা অনেকে কুকের আইসিসি টিমের ক্যাপ্টেন হওয়াকে ভারতে সিরিজ হারের প্রলেপ বলছেন। অন্য দিকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও এই ঘটনাকে ক্রিকেট বিশ্বেও ব্রিটিশ রাজত্ব বহাল থাকার সঙ্গে তুলনা করছেন।
উল্লেখ্য, আইসিসি ঘোষিত বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলে বাংলাদেশের কোনো ক্রিকেটার স্থান পায়নি! যা এদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন