বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুনিও হত্যায় আটককৃতদের স্বীকারোক্তি

রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিও হত্যায় আটক তিনজন র‌্যাবের কাছে খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

শুক্রবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ওই তিনজনকে কুনিও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে র‌্যাব। পরে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

আটককৃতরা হলেন- রংপুর কোতোয়ালি থানার শালবন শাহীপাড়ার মোহাম্মদ হানিফের ছেলে রাজীব হোসেন সুমন ওরফে মেরিল সুমন, সেন্ট্রাল রোড জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন রুবেল ওরফে কালা রুবেল ও শালবন মহল্লার শ্রী বাবুল চন্দ্র বর্মনের ছেলে কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল।

মাহবুব আলম জানান, বহিরাগত কয়েকজন যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-বিদিরপুর ও সাতনইল মহল্লায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, একটি রিভলবার ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাপানের নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই হত্যাকাণ্ডের পর তারা রংপুর থেকে পালিয়ে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় অবস্থান করছিল বলে তারা স্বীকার করেছে।

গত ৩ অক্টোবর সকালে রংপুরের মাহিগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোশি কুনিও। দুর্বৃত্তদের তিনটি গুলি তার শরীরে লাগে। সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক সপ্তাহ পর রংপুরেই কুনিওকে দাফন করা হয়।

রংপুর নগরীর মুন্সিপাড়ার জাকারিয়া বালার বাড়িতে ভাড়া থেকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি কয়েল ঘাসের খামার করেছিলেন কুনিও।

এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান বিপ্লব নামে দুজনকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

আস্তানায় জঙ্গি দম্পতি! ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট

শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় এক ‘জঙ্গিবিস্তারিত পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নবিস্তারিত পড়ুন

ছাদ থেকে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আলীনগর মুন্সিপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তিন তলার অরক্ষিত ছাদ থেকেবিস্তারিত পড়ুন

  • শিশুর বস্তাবন্দি লাশঃ স্বর্ণালংকারের লোভেই শিশুকে হত্যার কথা স্বীকার !
  • নিখোঁজ সেই দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
  • সীমান্তে ফের গোলাগুলি, বাংলাদেশী আহত
  • ‘আমি এখন আর বিএনপির রাজনীতি করি না’
  • চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী তরুনী ধর্ষণ : ধর্ষক কারাগারে
  • চাঁপাইনবাবগঞ্জে স্বামী পরিত্যক্ত এক তরুনীর আত্মহত্যা
  • চাঁপাইনবাবগঞ্জে মাল্টার ফলন ভালো
  • ছাগল পালনের আড়ালে অস্ত্রের গুদাম!
  • চাঁপাইনবাবগঞ্জে ডিসির জানাজায় মুসুল্লিদের ঢল
  • বৈঠক চলাকালেই মৃত্যুর কোলে ডিসি
  • নবাবগঞ্জে ট্রাক উল্টে দুই মাছ ব্যবসায়ী নিহত
  • চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন