কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিল বরিশাল
বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে কুমিল্লার বিপক্ষে প্রথম জয় পেয়েছে বরিশাল বুলস। এদিন ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে কুমিল্লার করা ১২৯ টপকে যায় দলটি।
শেষ চার ওভারে বরিশালের দরকার ছিল ৩১ রান। ক্রিজে মুশফিক-পেরেরা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মুশফিক ‘প্রিয়’ স্লগ-সুইপ করে ছয় মেরে চাপ কমান। এই ওভারে ইমাদ ওয়াসিমের কাছ থেকে দুইজনে ১৭ রান আদায় করে জয়ের কাছাকাছি চলে যান।
শেষ তিন ওভারে দরকার পড়ে ১৮। ১৮তম ওভারে সোহেল তানভির এসে মুশফিককে (২৩ বলে ৩৩) ফিরিয়ে কুমিল্লার আশা জাগান। নতুন ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এসে যোগ দেন পেরেরার সঙ্গে। এই ওভার থেকে আসে মাত্র ৪। চাপ বেড়ে যায় বরিশালের।
শেষ দুই ওভারে দরকার ১০। ১৯তম ওভারের প্রথম বলে শরীফকে চার মেরে ভড়কে দেন পেরেরা। পরের বলে দুই আর তৃতীয় বলে ৪ মেরে আগেভাগে ম্যাচ শেষ করে দেন ওই পেরেরা (২০ বলে ৩৪)।
এর আগে শুরুতে ১৯ রানের মাথায় মুনাবিরাকে হারায় (১৫) বরিশাল। এরপর শামসুর রহমান (১৬) ফেরেন ব্যক্তিগত ৪৮ রানের মাথায়। ৬৯ রানের মাথায় মালান যখন সাজঘরের পথ ধরেন তখন ১৩ ওভার চলে। এই অবস্থা থেকে ম্যাচের হাল ধরেন ইনফর্ম মুশফিক। পেরেরাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন