‘কুমিল্লার এখনো অনেক কিছুই পাওয়ার আছে’
বিপিএলের এবারের আসরে একেবারেই জ্বলে উঠতে পারেনি গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফির নেতৃত্বে থাকা এই দলটিকে। একটি মাত্র ম্যাচ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থেকে ধুঁকতে থাকা ভিক্টোরিয়ান্সরা টুর্নামেন্টে এমন এক জায়গায় অবস্থান করছে যে শেষে চারের আশা অনেকটাই শেষ হয়ে গেছে।
তারপরও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দেখছেন অনেক কিছুই পাওয়ার আছে কুমিল্লার।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলন শেষে শান্ত বলেন, ‘এখনো পাওয়ার অনেক কিছুই আছে। আমরা যারা তরুণ খেলোয়াড় আছি, তাদের পারফর্ম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতেও আমরা কিছু খেলোয়াড় পারফর্ম করেছি। যারা করতে পারিনি, তাদের পরের পাঁচটি ম্যাচে পারফর্ম করার সুযোগ আছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। তবে এবারের আসরে প্রথম পর্ব থেকেই বিদায় তাদের প্রায় নিশ্চিত। তাই শান্ত নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছেন। তবে যদিও এখনো ভালো কিছুর আশা ছাড়ছেন না এ নবীন। মাঠে আগের চেয়ে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।
‘পাঁচটি ম্যাচ যেহেতু আছে সেহেতু লক্ষ্য থাকবে অনেক বড় কিছু। প্রতিটি ম্যাচেই আমার অবদানটা বেশি রাখতে চেষ্টা করবো, যতকুটু দিই তার চেয়ে ২০-৫০ ভাগ বেশি দেয়ার চেষ্টা করবো। তবে আমি পাঁচটি ম্যাচ নিয়ে নয়, ম্যাচ বাই ম্যাচ ভাবছি।’
উল্লেখ্য, আগামী শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এর আগে প্রথম পর্বের ম্যাচে ৩৩ রানের বড় ব্যবধানে হেরেছিল দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন