কুমিল্লার কাছে ধরাশায়ী রাজশাহীর ব্যাটসম্যানরা
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করছে রাজশাহী কিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে রাজশাহী। দলের হয়ে ব্যাটিংয়ে আছেন মেহেদি ফরহাদ রেজা ও জেমস ফ্রাঙ্কলিন। নবম ওভারের শেষ বলে সামিত প্যাটেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিন।
এবারের বিপিএল থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আর কিছু পাওয়ার নেই। শেষ চার দলের একটি হওয়ার সম্ভাবনাও নেই। তবে একেবারে কিছু কি পাওয়ার নেই গেলবারের চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার দলের? তা বোধ হয় না। যে তিনটি ম্যাচ বাকি সেগুলো জিতে তো চ্যাম্পিয়নের মতো শেষ করতে পারে তারা। সেই লড়াইটা চলছে।
অষ্টম ওভারে নাবিল সামাদের বলে ৮ রান করে আউট হন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। একই ওভারে অর্ধশতক আসে দলটির।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে নুরুল হাসানকে রশিদ খানের ক্যাচে পরিণত করে আউট করেন মাশরাফি বিন মর্তুজা। নুরুল করেন ১৭ রান। আর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুমিনুল হক। তার ব্যাট থেকে আসে ২০ রান।
কুমিল্লা এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাত ম্যাচেই হার বরণ করতে হয়েছে। লিগ টেবিলে সবার নিচে তাদের অবস্থান। পয়েন্ট সংগ্রহ করেছে চারটি।
অন্যদিকে রাজশাহী নয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে নিয়েছে। পাশাপাশি চার হারে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে।দু’দলের প্রথম দেখায় কুমিল্লা জয় পেয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন