কুমিল্লার প্রথম লক্ষ্য জানালেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হতে এখনো ২০ দিন বাকি। এরইমধ্যে বিপিএলের প্রথম লক্ষ্য জানালেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত আসরের চ্যাম্পিয়নদের দৃষ্টি এবারো শিরোপার দিকে। এ লক্ষ্যে কুমিল্লার অভিযাত্রার পথে সবচেয়ে বড় নাবিক মাশরাফি। দলের অধিনায়কও বটে। তার অধীনেই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। তবে, অন্যভাবে বললে, বিপিএলের গত তিন আসরের চ্যাম্পিয়নই হলেন বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সির অধিনায়ক।
গত তিন আসরের ধারাবাহিকতায় এবারও মাশরাফি শিরোপার মুকুট পরতে চাইতে পারেন। তবে, আপাতত তার দৃষ্টি বিপিএলের সেমিফাইনালের দিকেই। তিনি প্রথমেই নিশ্চিত করতে চান, দল সেমিফাইনালে খেলছে- ব্যাপারটি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। দলের প্রতিটি সদস্যই খুব ভালো খেলে। তারা আগে কোথায় খেলতো, সেটা কোন বিষয় নয়। তবে, অবশ্যই তারা খুব ভালো ক্রিকেটার। যদি সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারে, তাহলে নিশ্চিত আমরা একটা ভালো ফল অবশ্যই করতে পারবো। তবে আমাদের প্রথম লক্ষ্য হলো, অবশ্যই সেমিফাইনাল নিশ্চিত করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন