কুমিল্লায় আ’লীগ-জাপা সংঘর্ষ: ১৭ জন গুলিবিদ্ধ
কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহপুর বাজারের নিকট দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জাপার চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়ার সমর্থকরা গণসংযোগ করতে মোটরসাইকেল যোগে শাহপুর গ্রামে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থী শাকিলা পারভীনের সমর্থকরা তাদেরকে লক্ষ্য করে নানা উস্কানিমূলক কথা বলে।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে প্রায় ১৭ জন গুলিবিদ্ধসহ ২৫জন আহত হয়।
গুলিবিদ্ধদেও মধ্যে শাহপুর গ্রামের শফিকুল ইসলাম (৬০), মহসীন মিয়া (৩৪), নাছির উদ্দিন (২৮), হাবিবুর রহমান (৬৫), আবদুল বারেক (২৮) জয়বাহার বেগম (৬৫), কাউসার আলম (১৯), জাহাঙ্গীর আলম (২৯) , শিবপুর গ্রামের মামুন মিয়া (১৬), ইমন মিয়া (১৭), আরমান মিয়া (১৮), মহসীন হাসান (৩৩), শফিকুল ইসলাম (৬০)আল আমিন (১৮), মৌটুপী গ্রামের শাহ আলম (২৫) ও আশ্রাফুজ্জামান ভূঁইয়াকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত শাহপুর গ্রামের মেহেদী হাসানকে (১৬) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আহতদের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন