কুমিল্লায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় সদর উপজেলায় অটোবাইক চালক ও যাত্রীদের মধ্যে মারামারির ঘটনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত ইউপি সদস্যের নাম আবদুল মান্নান (৬৫)। তিনি উপজেলার মদিনগর গ্রামের মৃত আরিফ আলীর ছেলে। তিনি দূর্গাপুর ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার রাজাপুর এলাকায় অটোবাইক ভাড়া করা নিয়ে চালক (মালিক) ও চার যাত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে আবদুল মান্নান মারামারি থামাতে এগিয়ে আসলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় অটোবাইকের মালিক রাজাপুর গ্রামের আক্তার হোসেনের ভাই ফরিদ উদ্দিনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন