কুমিল্লায় ইজতেমা শুরু আজ

অন্তত ৫ লাখ মুসল্লির অংশগ্রহণের উদ্দেশ্যে আজ থেকে কুমিল্লায় শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ‘কুমিল্লা জেলা ইজতেমা’।
জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতোমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ইজতেমার কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরি করা বিশাল প্যান্ডেল। এর ভেতর আলাদাভাবে উপজেলা ভিত্তিক মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। মাইক স্থাপন করা হয়েছে ১২ শতাধিক।
বয়ানে অংশ নেবেন দেশের প্রখ্যাত আলেমগণ ছাড়াও তাবলীগ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। মুসল্লিদের ওজু, গোসল, শৌচাগার, রান্না থেকে শুরু করে সকল ব্যবস্থাও করা হয়েছে সেখানে। ইজতেমার মাঠ ও এর আশপাশের এলাকায় র্যাব পুুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।
ইজতেমা মাঠের নিরাপত্তা বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাত্তায় ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ইজতেমা মাঠে আগতদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করতে এরই মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন