কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে যুবলীগ কর্মী খুন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাথায় শাবলের আঘাতে হিতু মিয়া (৩২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সোয়া ১২টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হিতু মিয়া উপজেলার কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, কয়েকদিন আগে কাশই গ্রামে এক বিয়ে বাড়িতে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার রাতে কাশই বাজারে আবারও দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে।
এই সময় ঝগড়া থামাতে গেলে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়। এই অবস্থায় তাকে উদ্ধার করে পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন