কুমিল্লায় ট্রাকচাপায় নোয়াখালীর হেলপার নিহত
কুমিল্লায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় অপর একটি ট্রাকের হেলপার রাব্বী (২২) নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাব্বী নোয়াখালীর কবিরহাট উপজেলার লামতি গ্রামের মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় সড়কের পাশে একটি ট্রাক থামানো ছিল।
ওই ট্রাকের হেলপার রাব্বী সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে রাব্বী মারা যান।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সার্জেন্ট শফিকুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন