কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৮ শত বোতল ফেন্সিডিল ৫ শত ইয়াবাসহ ২ জন আটক
সাইফুল ইসলাম শিশির, কুমিল্লা:
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৮ শত বোতল ফেন্সিডিল এবং ৫ শত পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করে। গতকাল সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয় এবং তাদেরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানায় গত রোববার রাত ১২ টায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই কামাল হোসেন আখন্দ পিপিএম, এসআই সহিদুল ইসলাম পিপিএম, এ এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্ব রোড কোকা কোলা কোম্পানীর সামনে একটি পিকআপ (ঢাকা-মেট্টো-ন-১৪৯২২৫) তল্লাশি চালিয়ে ৮শত বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
এসময় গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ী আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২৫)। অপরদিকে একই রাত ১টায় কুমিল্লা মহানগরীর ফৌজদারি এলাকায় ডিবি পুলিশের ওই টিমটি অভিযান চালিয়ে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করে।
আটকৃতরা হলো কক্সবাজার জেলার চকুরিয়া উপজেলার হাজীয়ান গ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে নুর মোহাম্মদ (৪২)। গতকাল সোমবার আটককৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং তাদেরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন