কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় আহত বিদ্রোহী প্রার্থীর চাচার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় উপজেলার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর চাচা আব্দুল মান্নান (৬০) এর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
এর আগে ১৯ এপ্রিল রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন (নৌকা) ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান (আনারস) সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত্ ৭ কর্মী আহত হয়।
প্রার্থী শাহ্ সেলিম প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ এপ্রিল প্রার্থী জামাল বাহিনীর ধারালো অস্ত্রের আঘাত আহত আমার চাচাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেই। প্রায় ১০ দিন পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, মৃত্যুর খবরটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন