কুমিল্লায় প্রাইভেটকার খাদে, নিহত ৫

কুমিল্লা লাকসাম উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার কালিয়া চৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের ঢাকায় আল আরাফাহ ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ, তার চার বছরের ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন, বার্জার পেইন্টে কর্মরত একই এলাকার শাহাবুদ্দিন রবি, তার মেয়ে রাইকা তাবাসুম, অপর মেয়ে রাইসা মুনতাসির।
আহতরা হলেন- নিহত শাহাবুদ্দিন রবির স্ত্রী জান্নাতুম নাঈম, তার কন্যা মাহী মুনতাসির, নিহত আনোয়ারুল কবির সোহাগের স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রী মারজান বেগম নিশু। আহতদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুর রহমান জানান, লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও নিহত-আহত যাত্রীদের উদ্ধার করে। চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সাথে সাথে চালক পালিয়ে গেছে।
এর আগে মাত্র ২২ দিন আগে গত ২৭ আগস্ট লক্ষ্মীপুর থেকে ঢাকা বিমান বন্দরগামী একটি মাইক্রোবাস একই স্থানে খাদে পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন