কুমিল্লায় ভুয়া ডাক্তারকে কান ধরে উঠবস
কুমিল্লার লাকসামে এক ভুয়া ডাক্তারকে কান ধরে উঠবস করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ বাইপাস এলাকার ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে। ভুয়া চিকিৎসক রবিউল হাসান ওই হসপিটালের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন।
জানা গেছে, লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে কর্মরত ছিলেন ভুয়া ডাক্তার রবিউল হাসান। তিনি ওই হসপিটালের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান ও ডাঃ বেলায়েত হোসেন ওই ভুয়া চিকিৎসকের কাগজপত্র যাচাইয়ের জন্য ওই হসপিটালে যান। এ সময় কাগজপত্র না দেখিয়ে রবিউল হোসেন পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণ তাকে আটক করে কান ধরে উঠবস করায়। ট্রমা হসপিটালের এক কর্মকর্তা জানান, ১৫ দিন থেকে রবিউল হোসেন কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে হসপিটাল থেকে বের করে দেয়া হয়েছে।
অপরদিকে, অভিযুক্ত ভুয়া ডাক্তারের কর্মস্থল ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, অপারেশনের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সাথে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে। ইউনিটি ট্রমা হসপিটালের কর্ণধার-প্রধান চিকিৎসক ও চেয়ারম্যানের ছেলে ডাঃ শাহেদ আনোয়ার ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ডাক্তারকে আমরা হসপিটাল থেকে বের করে দিয়েছি।এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, ভুয়া ডাক্তারদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনসাধারণের চিকিৎসার ব্যাপারে কোন ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন