কুমিল্লায় সংঘর্ষ: পুলিশ গুলিবিদ্ধ
কুমিল্লার হোমনায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলা-গুলির ঘটনা ঘটেছে। এতে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। মো. জামাল মোল্লা (৩৩) নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার শ্রীমদ্ধি সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্ততিকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতির সময় এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-সস্ত্রসহ দুই নৌ-ডাকাতকে গ্রেফতার করে ফেরার পথে পুলিশের ইঞ্জিন চালিত ট্রলারকে পেছন থেকে তাদের সহযোগিরা ধাওয়া করে। উপজেলার চরেরগাঁও এলাকার তিতাস ও মেঘনা নদীর মোহনায় পৌঁছলে আটকদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি, ইট-পাটকেল ও বোমা নিক্ষেপ করে তারা। এতে পুলিশ সদস্য মো. জামাল মোল্লা (৩৩) আহত হন। এসময় পুলিশ ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্যকে হোমনা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা পুলিশ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
আটককৃতরা হলো- মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েল (২৮)। আটকৃতদের কাছ থেকে ১টি এল জি, একটি ৭ পয়েন্ট ৬৫ চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ১১ টি কার্তুজ, সাতটি বোমা, তিনটি রাম দা, একটি বড় ছোড়া, তিনটি স্পিড বোট, ৪ হেলমেট এবং ১০ টি লাইফ জ্যাকেট উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) মো. আনোয়ারুল হক জানান, অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নৌ-ডাকাতের একটি দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছল। খবর পেয়ে হোমনা থানার পুলিশ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজ, বোমা ও দেশীয় অস্ত্র সস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ১৯ রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় জামাল মোল্লা নামে এক জন পুলিশ সদস্য আহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন