কুমিল্লায় ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন গোপালনগর গ্রামের গোপালনগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মাউদআলীর বাড়ির আবদুল লতিফের মেয়ে তানিয়া আক্তার টুনি (১৪) তার বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর গ্রামের মাউদআলীর বাড়ির আবদুল লতিফের মেয়ে তানিয়া আক্তার টুনি (১৪) তার বসত ঘরে রাত ১১টায় দরজা বন্ধ করে অবস্থান করছিল।
তার বাবা-মার সন্দেহ হলে দরজা খোলার জন্য তাকে ডাকাডাকি করলে বেশ কিছুক্ষণ যাবৎ তার কোন শব্দ না পাওয়ায় রাত ১২ টায় তারা ঐ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে টুনি বাশের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষনিক ঘরের লোকজন তাকে উপর থেকে নিচে নামিয়ে আনে। ততক্ষনে সে আর বেঁচে নেই। পরদিন সকালে থানার এসআই আবু বক্কর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে।
তার বাবা-মাসহ বাড়ির লোকজন তার মৃত্যুর কোন কারন খুজে পাচ্ছে না। টুনির বাবা আবদুল লতিফ জানান, দুই সন্তানের মধ্যে টুনি ছিল প্রথম। সে একটু মেজাজী এবং তার কিছুটা মানসিক সমস্যা ছিল। থানার এসআই আবু বক্কর জানান, প্রাথমিক ময়না তদন্তে ফাঁসির আলামত পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল ২৩ এপ্রিল শনিবার দুপুরে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন