রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লা-ঢাকার এগিয়ে যাওয়ার লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও কুমার সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস। পাঁচ ম্যাচ শেষে ঢাকা ও কুমিল্লা সমান্তরালে রয়েছে। ফলে বুধবারের ম্যাচটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইসের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও প্রাইম।

পাঁচ ম্যাচ শেষে ঢাকা ও কুমিল্লার পয়েন্ট সমান ৬। তবে রান রেটে এগিয়ে থাকায় ঢাকা (-০.১৫৯) চতুর্থ স্থানে রয়েছে। ঢাকা ডাইনামাইটসের তুলনায় রান রেটে বেশ এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ( +০.৭১৬)।

বুধবার নিজেদের পঞ্চম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে ঢাকা ডাইনামাইটস। কুমার সাঙ্গাকারা (৬০) ও রায়ান টেন ডোয়েচকাটের (৪৫) ব্যাটের ওপর ভর করে ঢাকার করা ১৫৮ রান হেসেখেলে তাড়া করে বরিশাল বুলস। এভিন লুইসের হার না মানা ১০১ রানের ইনিংসের উপর ভর করে ১৮.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ বঙ্গের দলটি।

অন্যদিকে গত সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে খাদের কিনারায় থাকা সিলেট সুপার স্টারসের কাছে হেরে গেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে বুধবারের ম্যাচটি ঢাকা ও কুমিল্লার জন্য শুধু এগিয়ে যাওয়ার লড়াই-ই নয়; বরং ছন্দে ফেরার ম্যাচও।

কুমিল্লার জন্য স্বস্তির সংবাদ হলো, পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ বুধবারের ম্যাচে মাঠে নামতে পারেন। পাকিস্তান জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে মঙ্গলবার রাতেই বাংলাদেশে এসে পৌঁছান এই পাকিস্তানি ওপেনার।

কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ফর্ম আবার ঢাকা ডাইনামাইটসকে ভরসা জোগাচ্ছে। বিপিএলের এবারের আসরের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে নিজের ‘ক্লাসিক্যাল’ ব্যাটিং প্রদর্শন করে আসছেন এই সাবেক শ্রীলংকান ক্রিকেটার। সর্বশেষ দুটি ম্যাচে যথাক্রমে ৭৫ ও ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ফলে বুধবারও নিশ্চয়ই তার দিকেই তাকিয়ে থাকবে ঢাকার সমর্থকরা।

ঢাকা ডাইনামাইটস (সম্ভাব্য): সৈকত আলি, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, আবুল হাসান, নাসির হোসেন, রায়ান টেন ডোয়েচকাট, ম্যালকম ওয়ালার, ফরহাদ রেজা, মোশাররফ হোসেন রুবেল, নাবিল সামাদ ও মুস্তাফিজুর রহমান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স (সম্ভাব্য): লিটন দাস, মুক্তার আহমেদ, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, অলক কাপালি, আসার জাইদি, মাশরাফি বিন মুর্তজা, নুয়ান কুলাসেকারা, আবু হায়দার, সানজামুল ইসলাম ও ক্রিসমার সান্তোকি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি