কুমিল্লা বিজিবি সেক্টরে দেড়শ কোটি টাকার মাদকদ্রব্য আটক
ত এক বছরে দেড়শ’ কোটি টাকার অধিক পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি কুমিল্লা সেক্টর। আজ বুধবার দুপুরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কুমিল্লা সেক্টরের কোটবাড়িস্থ সদর দপ্তরে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার এ তথ্য জানান।
তিনি আরো জানান, কুমিল্লা সেক্টরের আওতাধীন কুমিল্লাস্থ ১০ বিজিবি, ফেনীর ৪ বিজিবি এবং সরাইলের ১২ বিজিবির আওতাধীন ৩০৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৫৬টি বিওপিতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে। গত এক বছরে (২০১৫ সালে) বিজিবি কুমিল্লা সেক্টর কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য-সামগ্রী আটক করা হয়েছে। এছাড়া কুমিল্লা বিজিবি সেক্টরের ৩০৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ২৯০ দশমিক ৮৩৭ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এ সেক্টরের অধীন কাঁটা তারের বেড়া নির্মাণ হয়নি ১৭ দশমিক ১৬৩ কিলোমিটার সীমান্ত এলাকায়।
এদিকে, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান, ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার, ১০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. শহিদুল ইসলাম, সেক্টর স্টাফ অফিসার মেজর কামরুল ইসলাম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন