বুধবার, নভেম্বর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : সবথেকে পরিপূর্ণ, সবথেকে ব্যালান্সড

বিপিএলের ৩টি আসরের আয়োজনে এই প্রথম কোন জেলা শহর থেকে আসা দল অংশগ্রহণ করছে, আর তা হল কুমিল্লা। আগের দুইটি আসরেই শুধুমাত্র বিভাগীয় শহর অংশ নিলেও এবার ৩য় আসরেই প্রথমবারের মত কুমিল্লা অংশগ্রহণ করছে। আর দলটির ফ্র্যাঞ্চাইজি কর্তৃক দলটির নাম রাখা হয়েছে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’।

বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামালের মেয়ে মিসেস নাফিসা কামালের এই কুমিল্লা সত্যিই যেন ভিক্টোরিয়ান্সই। বিপিএলের খেলা এখনও মাঠে গড়ায়নি, কিন্তু কাগজে কলমে এখন পর্যন্ত বলা যায়, এই মুহূর্ত পর্যন্ত এবারের আসরের সবচেয়ে শক্তিশালী ও ব্যালান্সড টিম ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’।

(কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে মালিকের সাথে ভিক্টোরিয়া্নরা)

খেলোয়াড় বাছাই :
শিরোপা জয়ের আশা থেকেই ভিক্টোরিয়ান্স মালিকপক্ষ বিপিএল-২০১৫ এর দিন ঘোষণার সাথে সাথেই দলের মান এবং শক্তি বাড়াতে কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন। গত ২২ অক্টোবর বিপিএলের খেলোয়ার ড্রাফট হয়ে গেলেও, তারও অনেক আগে থেকেই দল গোছানো শুরু করেন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।
প্লেয়ার বাছাইয়ের আগেই ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ নিজ দলকে শক্তিশালী অবস্থানে দেখতে শুধুমাত্র নিজস্ব যোগাযোগের মাধ্যমেই বিদেশী কোটায় দলে ভিড়িয়ে নিয়েছিলেন ৪ জন স্পেশালিস্ট টি-টোয়েন্টি খেলোয়াড়কে। যার মধ্যে রয়েছেন শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, সুনিল নারাইনের মত স্পেশালিস্ট টি-টোয়েন্টি খেলোয়াড়গণ।
পরবর্তীতে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে কুমিল্লা আইকন হিসেবে পায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, বাংলাদেশের সবথেকে সফল অধিনায়ক, লিভিং লিজেন্ড মাশরাফি বিন মর্তুজাকে। মাশরাফিকে আইকন হিসাবে পেয়ে মহাখুশি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি জানায় তারা তাদের আইকন হিসেবে মাশরাফিকেই আশা করেছিলেন, এবং তাদের সৌভাগ্য যে লটারিতে তারা ম্যাশকেই পেয়েছেন। মাশরাফি ছাড়াও জাতীয় দলের লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, কামরুল হাসান রাব্বি প্রমুখ দেশীয় খেলোয়ারদের দলে ভিড়িয়েছে ভিক্টোরিয়ান্স ম্যানেজমেন্ট।
এছাড়া ড্রাফটের দিনে বিদেশী কোটা থেকে পাকিস্তানি আহমেদ শেহজাদ, শ্রীলঙ্কান লাহিরু থিরিমান্নে, নুয়ান কুলাসেকারা, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিসমার সান্টোকি, আন্দ্রে রাসেল, ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্সকে দলে ভিড়ায় কুমিল্লা।

দলীয় শক্তি :
সম্পূর্ন কুমিল্লা স্কোয়াডটাই যেন একটা পাওয়ার হাউজ, কোচিং, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড় সব নামগুলোই ক্রিকেটের একেকজন রথী-মহারথী।
তবে প্রথমেই যে বিষয়টি কুমিল্লাবাসীর সবথেকে বেশি শক্তির উৎস, তা হল ক্যাপ্টেন হিসেবে মাশরাফিকে পাওয়া। এই একটি বিষয়ই কুমিল্লা সমর্থকদের আত্মবিশ্বাসের পারদ তুলে দিচ্ছে তুঙ্গে।
এছাড়া আরো যে বিষয়টি ভিক্টরিয়ান্সদের বড় শক্তি, তা হল প্রথম একাদশে দেখা যাবে অন্তত ৬ জন অলরাউন্ডার, কেননা পুরো স্কোয়াডটাই যে অলরাউন্ডারে পরিপূর্ন।
বাংলাদেশি মাশরাফি, শুভাগত হোম, অলক কাপালী, আবু হায়দার রনি, আরিফুল থেকে শুরু করে বিদেশি আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, নুয়ান কুলাসেকারা, ড্যারেন স্টিভেন্স, প্রত্যেকেই টি-টোয়েন্টি ক্রিকেটের নামকরা অলরাউন্ডার, ব্যাট বা বল যে কোনোটি হাতে তারা যে কোন মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।
এদিকে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই কুমিল্লা সমশক্তির অধিকারী। ব্যাটিংয়ে ইমরুল-শেহজাদ ওপেনিং জুটির পর একে একে আসবেন লিটন দাস, স্যামুয়েলস, শোয়েব মালিক, ধীমান ঘোষ, শুভাগত, কাপালী, কুলাসেকারাদের মত ব্যাটসম্যান। অপরদিকে বল হাতে আগুন ঝড়াবেন কুলাসেকারা-মাশরফি জুটি। বাংলাদেশি নতুন বোলিং সেনসেশান কামরুল রাব্বিও থাকবেন মাশরাফিদের সহকারী হিসেবে, এছাড়া আন্দ্রে রাসেলের মিডিয়াম পেসও কার্যকরী ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়। এছাড়া স্পিন আক্রমণে নেতৃত্ব দিবেন সুনীল নারাইন। তাকে সহায়তা করবেন মালিক, স্যামুয়েলস, শুভাগত, কাপালী প্রমুখ দেশি-বিদেশি স্পিনাররা।
উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন দেশীয় লিটন দাস অথবা ধীমান ঘোষ।
বলা যায়, স্পেশালাইজড বোলার বা ব্যাটসম্যান থাকলেও অলরাউন্ডারে পরিপূর্ন হওয়ার কারনেই ভিক্টোরিয়ান্সরা এই আসরের হট ফেভারিট।

সম্ভাব্য দূর্বলতা :
আপাতদৃষ্টিতে ব্যাটিং বা বোলিংয়ে ভিক্টোরিয়ান্সদের কোন দূর্বলতা না থাকলেও যে বিষয়টি সমর্থকদের জন্য চিন্তার কারণ হতে পারে তা হল বিদেশি খেলোয়াড়দের সব ম্যাচে না পাওয়া। পাকিস্তানী দুই খেলোয়াড়কে পাবে না কুমিল্লা প্রথম তিন ম্যাচে। এছাড়া স্যামুয়েলস-রাসেল-সান্টোকিরা ঠিক কয়টি ম্যাচে উপস্থিত থাকতে পারবেন এটিও চিন্তার বিষয়। ওদিকে নিউজিল্যান্ড সফর থাকায় শ্রীলঙ্কান খেলোয়াড়দের চলে যেতে হতে পারে বিপিএল শেষ হবার আগেই।
এছাড়াও দলে বর্তমান জাতীয় দলের খেলোয়াড় খুব বেশি না থাকাটাও চিন্তায় ফেলছে সমর্থকদের।

টিম ম্যানেজমেন্ট :
বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে একটু চিন্তায় থাকলেও, ভিক্টোরিয়ান্সরা স্বস্তিতে থাকতে পারেন তাদের টিম ম্যানেজমেন্টের ওপর। বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান এবং কোচ, গত আসরে সিলেট রয়্যালসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার কুমিল্লার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং বিসিবির সাবেক নির্বাচক খালেদ মাসুদ পাইলট রয়েছেন ভিক্টো্রিয়ান্সদের টিম ম্যানেজার হিসেবে। এছাড়াও পাকিস্তানি কিংবদন্তী ওয়াসিম আকরাম আসছেন ভিক্টোরিয়ান্সদের প্রধান মেন্টর হিসেবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্পূর্ন স্কোয়াড :
জাতীয় : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, অলক কাপালী, ধীমান ঘোষ, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল ইসলাম, নাঈম ইসলাম জুনিয়র, আল ফারাবী (১৩ জন)।
বিদেশী : আহমেদ শেহজাদ, শোয়েব মালিক (পাকিস্তান), নুয়ান কুলাসেকারা, লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন স্টিভেনস (ইংল্যান্ড) (৯ জন)।

মালিকানা : রয়েল স্পোর্টিং লিমিটেড
কোচ : মোহাম্মাদ সালাহউদ্দিন (বাংলাদেশ)
আইকন ও অধিনায়ক : মাশরাফি বিন মুর্তজা

কুমিল্লা গ্রুপ পর্বে ৫টি প্রতিপক্ষের বিপক্ষে মোট ১০ টি ম্যাচ খেলবে। এরমধ্যে ৭টি অনুষ্ঠিত হবে ঢাকায়, বাকি ৩টি চট্টগ্রামে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল-২০১৫ তে তাদের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে আগামী ২২ নভেম্বর, মিরপুরে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট : www.comillav.com

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি