কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত জলিল ও বর্ষা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল টিম লঞ্চিং করা হয়েছে। ঢাকার একটি অভিজাত হোটেলে পরিকল্পনামন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রাক্তন সভাপতি আ হ ম মুস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচনের মাধ্যমে টিম লঞ্চিং অনুষ্ঠানের উদ্বোধন করেন। জমকালো এই অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্র নায়িকা বর্ষাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা ও তাপস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং পরিবেশন করেন। এরপর দলটির চেয়ারম্যান নাফিসা কামাল আনুষ্ঠানিকভাবে দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন।এ সময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোয়িান্সের খেলোয়াড়রা মঞ্চে আসেন। চেয়ারম্যান নাফিসা কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি মাশরাফির হাতে তুলে দেন। অফিসিয়াল টিম লঞ্চিং অনুষ্ঠানে দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত জলিল ভবিষ্যতে বিপিএল দল কেনার ঘোষণা দেন।
অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, ‘কুমিল্লাকে ক্রিকেট অঙ্গনে পরিচিত করতেই কুমিল্লা নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়া। আমরা চাই কুমিল্লা থেকে জাতীয় অঙ্গনে ক্রিকেটার উঠে আসুক।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন