কুমিল্লা যশোর বগুড়া শরিয়তপুরে বিএনপির গণসংযোগে হামলা
পৌরসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে মাঠ ততই গরম হচ্ছে। বৃহস্পতিবার কুমিল্লা, যশোর, বগুড়া, শরিয়তপুরসহ ৮ স্থানে বিএনপি প্রার্থী সমর্থকদের ওপর হামলা করেছে সরকারি দল আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। কুমিল্লায় স্থানীয় এমপি মনিরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা চালায়। যশোরে প্রচারনার সময় বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলামের ওপর হামলা চালায় যুবলীগের ক্যাডাররা। বগুড়ায় গণসংযোগের সময় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা হামলা করলে ছাত্রদলের সহ-সভাপতি হারুনুর রশিদ কামালের ওপর হামলা চালায়।
কুমিল্লার লাকসামে বিএনপি সমর্থিত প্রার্থী শাহনাজ আক্তারের গণসংযোগে হামলা চালিয়ে সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় সাবেক এমপি আজীমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গাজীমুড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানায় পুলিশ।
সকালে গাজীমুড়া গ্রামে বিএনপি প্রার্থী শাহনাজ আক্তারের গণসংযোগের সময় হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় গণসংযোগে আসা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের গাড়ি ভাংচুর করে তারা। এতে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালানো হয়। ওই সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কর্নেল (অব.) এম, আনোয়ারুল আজীমসহ বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বিএনপির পৌর মেয়র প্রার্থী অ্যাড: একেএম মাহবুবর রহমানের গণসংযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় জেলা ছাত্রলীগ সভাপতির মারপিটে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ সুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বর্তমান মেয়র অ্যাড: একেএম মাহবুবর রহমান সাতমাথায় গণসংযোগ শেষে টেলিভিশন সাক্ষাৎকার দেন। তিনি গাড়িতে ওঠার পরপরই জেলা ছাত্রলীগের সভাপতি তিতাসের নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের প্রচারণায় অংশ নেয়ায় ছাত্রদল নেতা হারুনার রশিদ সুজনের উপর হামলা চালায়।
এদিকে যশোরে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলামের জনসংযোগকালে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে।সকালে এই হামলার ঘটনা ঘটে।এ সময় মারুফুল ইসলামের চার-পাঁচ সমর্থকও আহত হয়েছে।
পরে মারুফুল ইসলাম যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের মিশনপাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সময় ১৫ থেকে ২০ সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী বলেন, যশোর, খুলনা, কুষ্টিয়া সব জায়গায় একই অবস্থা। আমাদের প্রার্থীরা প্রচার চালাতে পারছেন না।
এব্যাপারে কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী বলেন, নির্বাচনী প্রচারের সময় বিএনপি মেয়র প্রার্থী মারুফ ও তাঁর সমর্থকদের দুষ্কৃতকারীরা ধাওয়া দেয়। এ সময় তারা পাশের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে মারুফ ও সমর্থকরা নিরাপদে সেখান থেকে বের হন।
শরীয়তপুর পৌরসভা নির্বানের বিএনপির মনোনিত প্রার্থীর সর্মথকদের উপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় ১০জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রির্টানিং অফিসার ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন